1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্বামী-সন্তান রেখে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বামী-সন্তান রেখে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

মোঃ সাইফুল ইসলাম তানভীর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪০৬ বার পড়েছে
স্বামী-সন্তান রেখে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন
স্বামী-সন্তান রেখে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

স্বামী-সস্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করেছেন এক প্রেমিকা।তার এক কন্যা সন্তান রয়েছে।তার পরেও প্রেমের মোহে সে প্রেমিকের সাথে ঘর বাঁধতে চান।চাঞ্চল্যেকর এ ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে দেখা গেছে,প্রেমিকা সামসুন্নার (২০) অবস্থান করা ওই বাড়িতে উৎসুক জনতার ভীড়।প্রেমিক দুদু খাঁর পুত্র জসিম উদ্দিন (২১) বাড়িতে নেই।তার মা সুফিয়া বেগম ভাত দিয়ে অনশন ভঙ্গের চেষ্টা করছেন।কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না,তার এক দাবী জসিমকে বিয়ে করতে হবে।

সামসুন্নাহার অভিযোগ করে বলেন,ওই গ্রামের বিশাকারীর ছেলে বাদলের সাথে তার ৫ বছর আগে বিয়ে হয়।ওই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।গত রমজার মাস থেকে প্রতিবেশী জসিমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরবর্তীতে সেটা শরীরিক সম্পর্কে গড়ায়।জসিমকে নিয়ে তার বোনের বাড়িসহ বিভিন্ন স্থানে রাত যাপন করেছেন তিনি।

বিষয়টি তার স্বামী জানতে পেরে সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে।এক পর্যায়ে  স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।উপায়ন্তহীন হয়ে  বিয়ের দাবিতে জসিমের বাড়িতে অবস্থান নেন তিনি।তিনি আরো বলেন,আমাকে বিয়ে না করলে প্রয়োজনে এ বাড়িতেই আত্নহত্যা করবো।

এ দিকে অভিযুক্ত জসিম উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি। তার মা সুফিয়া বেগম জানান,জসিম কাজে গেছেন।এ বিষয়ে আমি কিছুই জানি না।আগে কখনো এমন সম্পর্কের কথা শুনিনি।স্থানীয় ইউপি সদস্য ফেলু মিয়া জানান,বিষয়টি আমি শুনেছি।নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এলাকার গণ্যমান্যদের মিমাংসার কথা বলেছি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন,কেউ অভিযোগ দিতে আসেনি।তারপরেও পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD