সিরাজগঞ্জের তাড়াশে লক ডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের টহল বিভিন্ন হাট,বাজার ও বিনোদন কেন্দ্রে অব্যাহত আছে।
২৪ জুলাই শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার বিনোদন কেন্দ্র কুন্দইল ব্রীজে,হাটিকুমরুল টু বনপাড়া মহা সড়কের ৮ ও ৯ নং ব্রীজসহ বিভিন্ন হাট বাজারে টহল দিয়ে লক ডাউন বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।
জানা গেছে লক ডাউন অমান্য করে,স্বাস্থ্য বিধি না মেনে,বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়া বিষয়ে তিনি জনগনকে সচেতন করে সতর্ক করেছেন।এছাড়াও তিনি মুখে মাস্ক না পরার জন্য ৮জনকে ভ্রাম্যমাণ দিয়ে ১হাজার ৭শ টাকা জরিমানা করেছেন।
পরে তিনি সন্ধ্যা ৭টার দিকে সগুনা ইউনিয়নের ধামাইচ বাজারে জনগনকে সচেতন করতে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।