মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চুরির অপবাদে ন্যাড়া করে ফেসবুকে ছবি পোস্ট করায় ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের শাহ মেরিন রির্সোট থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন-টাংগাইল জেলার ভূঞাপুর থানার রুহুলী গ্রামের আলমগীরের ছেলে সাদ্দাম (২৬),কুমিল্লা জেলার হোমনা থানার চিৎপুর গ্রামের আব্দুল মিয়া ওরফে আব্দুর রহমানের ছেলে জসিম (২০)
একই এলাকার আসাদপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে সাইদুল (২২),বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চর আকবহাই গ্রামের মাহাবুব প্রামানিকের ছেলে সুবেল রানা (১৮),মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আকাশি গ্রামের নাছিরউদ্দিনের ছেলে রাব্বি (১৮),মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার কাথাদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মিরাজুল (২৫)।
ভুক্তভোগীরা হলেন-রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার ডাউকি গ্রামের তোফাজ্জেলের ছেলে উজ্জ্বল মোল্লা(১৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার পিয়ারাপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সামিউল(১৩)।মামলার এজাহার সূত্রে জানা যায়,ভিকটিম উজ্জল মোল্লা ও সামিউল উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের শাহ মেরিন রির্সোটে রুম ম্যান ও ওয়েটার হিসেবে কাজ করে আসছিল।
হঠাৎ বৃহস্পতিবার বিকালে ওই রির্সোটের কর্মরত সাদ্দাম গংরা ভিকটিমদের মোবাইল চোরের অপবাধ দিয়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে ফেলে এবং মারধর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।বিষয়টি থানা পুলিশের নজরে এলে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তদের আটক করা হয়।এ বিষয়ে শাহ মেরিন রির্সোটে মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন-অভিযুক্তদের নামে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।