1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই স্লোগানে মাধবপুরে ভুমিহীনদের মাঝে ১৯টি ঘর হস্তান্তর।
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই স্লোগানে মাধবপুরে ভুমিহীনদের মাঝে ১৯টি ঘর হস্তান্তর।

পিন্টু অধিকারী :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৫৮ বার পড়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আজ ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে ঘর উপহার দিয়েছেন।  মাধবপুরে ভূমিহীন ও গৃহহীন ১৯টি পরিবারে মাঝে জমি ঘর হস্তান্তর করা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার(২১ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশে একযোগে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখে শুভ উদ্বোধন ও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ- পরিচালক, স্থানীয় সরকার বিজেন ব্যানার্জী।   এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মিজানুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD