সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক দ্বন্দ নিয়ে ইসমোতারা খাতুন নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তারই দেবর ও তার লোকজন।
শনিবার (২০ নভেম্বর) দুপুরের উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধুর স্বামী আলম হোসেন জানান, তার ভাই শাকিন হোসেন, ভাইয়ের স্ত্রী মন্জুয়ারা খাতুন, শ্যালক চান আলী ও তার দুই ছেলে মনির ও রানা আহমেদ পাবিারিক দ্বন্দ নিয়ে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা আমার ঘরে থাকা গহনা, নগদ টাকাসহ আসবাবপত্র লুট করে নেয়। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে য্য়া। এ সময় গুরুত্বর আহতবস্থায় আমার স্ত্রী ইসমোতারা কে উদ্ধার করে প্রথমে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্ত অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।
তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাজেদুর রহমান নিশ্চিত করে জানান, আহত রোগী ইসমোতারা খাতুনে হাত ভেঙ্গে গিয়েছে ও তার শরীরের শাবলের আঘাত থাকার কারনে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।