1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
এই মহামারী করোনা যুদ্ধে সফল হয়েছি আমরা-বিমান প্রতিমন্ত্রী
বাংলাদেশ । বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এই মহামারী করোনা যুদ্ধে সফল হয়েছি আমরা-বিমান প্রতিমন্ত্রী

নুরুজ্জামান ফারুকী
  • প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৫ বার পড়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মাটির রাস্তা এইচবিবি করণ, প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং কৃষকের মাঝে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান, পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে এগিয়ে, তারা এখন পিছিয়ে নেই, সরকার তাদের সর্বাধিক সহযোগিতা করছে। কৃষি প্রণোদনায় সরকার পর্যাপ্ত গুরুত্ব সহকারে দেখছে, কৃষকরা যাতে কৃষি কাজে স্বাবলম্বী হয়।

উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। সবাই প্রণোদনায় আওতায় আসবে, ঘরে ঘরে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর উপহার। প্রতিমন্ত্রী আরো বলেন, এই মহামারী করোনা যুদ্ধে সফল হয়েছি আমরা, সবাই ভ্যাকসিনের আওতায় এসেছে। এদিকে, চুনারুঘাট নতুন পৌর ভবন, রাস্তা পাকায়ন, খোয়াই নদীতে একটি নতুন ব্রীজ উপহার দেয়ার আশ্বস্ত করেন তিনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাষ্টার, আব্দালুর রহমান আবদাল, মহিতুর রহমান রুমন ফরাজি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক সাইদুল আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড মোঃ কাওসার আহমেদ রনি প্রমূখ।

এছাড়াও সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপকারভোগী ও আওয়ামীলীগ নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, উপজেলার রানীগাঁও ইউনিয়নের চুনারুঘাট-সাঁটিয়াজুরী মেইন রোড হতে লাঙ্গুলিয়াপাড় পর্যন্ত এক কিলোমিটার মাটির রাস্তা ৫৪ লাখ টাকায় এইচবিবি করণ, প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন, প্রধানমন্ত্রীর উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৬৫টি বাইসাইকেল ও ৫৫টি শিক্ষাবৃত্তি এবং কৃষকের মাঝে ১০টি কৃষক সংগঠনকে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD