মানিকগঞ্জের সিংগাইরে পিতৃহীন দুস্থ বালকদের এতিমখানার জায়গা রাতের অন্ধকারে ঘর তুলে দখলের চেষ্টা করা হয়েছে । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন-ওই গ্রামের মৃত.আব্দুস সোবহানের পুত্র ইঞ্জি.আবু সায়েম (৩৬) মৃত.আব্দুর রহমানের পুত্র আব্দুল মতিন(৪০), আমেদ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪২),মৃত আনোয়ার হোসেনের পুত্র গোলাম সারোয়ার(৫০), গোলাম সারোয়ারের স্ত্রী জহুরা(৪০),আনোয়ারের পুত্র অনিক(১৮) ও প্রতিপক্ষ মৃত আশরাফ আলীর পুত্র আব্দুল মালেক(৬০),আশরাফ আলীর পুত্র শহিদ (৪৫), আব্দুল মালেকের পুত্র আলমগীর(৪৫)।
এলাকাবাসি জানান, সোমবার রাতে স্থানীয় আব্দুল মালেক ও তার লোকজন এতিমখানার জায়গা দখল করতে একটি ঘর তুলে। বিষয়টি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় লোকজন জানতে পেরে মালেক ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মালেক ও তার লোকজন অস্ত্রে-সজ্জিত হয়ে এলাকার প্রতিবাদকারী লোকজনের ওপর হামলা চালায়। এতে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ইঞ্জি. আবু সায়েমসহ ৫ জন গুরুতর আহন হন। পরে দু‘গ্রুপের সংঘর্ষে আরো ৩ জন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, সংঘর্ষের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।