মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান রনি (২৮) থানা পুলিশের হাতে আটকের পর মুচলেকায় ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে পৌর বাজারের গরুর হাট থেকে রনিকে আটক করেন থানা পুলিশ। পরে গভীর রাতে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে, গত ১২ জানুয়ারি সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে বায়রা ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা আহবায়ক মাহবুবুর রহমান রনির সাথে সাক্ষাৎ করতে গেলে ছাত্রলীগেরনেতাকর্মীদের সাথে হাতাহাতি হয়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রনিকে আটক করে থানায় নিয়ে যান। পরে রাত ১টার দিকে মুচলেকায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। মাহবুবুর রহমান রনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার মোঃ মহিদুর মোলার পুত্র।
এদিকে,ছাত্র দলের আহবায়ক রনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কেউ আটক প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীনুর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা গরুর হাট এলাকায় জড়ো হয়ে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কুটুক্তি করে শ্লোগান দিচ্ছিলো। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করে। এ সময় ঘটনার মূলহোতা রনিকে পুলিশ আটক করেন। রাতেই তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে শুনেছি। আটকের পর ছেড়ে দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ছাত্রলীগ সভাপতি ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ঠেকাতে ছাত্রদলের আহবায়ক রনিকে থানায় আনা হয়েছিল। ভবিষ্যতে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মত কর্মকান্ড ঘটাবে না মর্মে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে ।