হবিগঞ্জ ইকরাম আঞ্চলিক সড়কের নকলারআব্দা এলাকায় টমটম নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে জিলু মিয়া (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত জিলু মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানাযায় জিলু মিয়া আজই ঢাকা থেকে হবিগঞ্জে আসেন এবং উনার নিজ গ্রাম মক্রমপুরে যাওয়ার জন্য হবিগঞ্জ শহরতলীর আলমবাজার হইতে টমটম যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন, এতে অদক্ষ টমটম চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারনেই নখলারআব্দা নামক স্হানে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া মক্রমপুরগামী একটি টমটম দ্রুতগতিতে নকলারআব্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টমটমের নিচে চাপা পড়ে নিহত হন জিলু মিয়া। এতে আরও অন্তত ৩ জন আহত হয় । ওসি আরো জানান, মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।