ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সুস্থ ভাবেই শেষ হয়েছে ।
এদিন সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীণ ভাবে বিকেল ৪টা পযর্ন্ত ভোট গ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে পর্যাক্রমে ফলাফল ঘোষণা হতে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের ৮ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ২ জন ও ১জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য যে, আওয়ামী লীগের নির্বাচিত ৮জন চেয়ারম্যানের মধ্যে ১জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত। ।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, ধল্লা ইউনিয়নে মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া , বলধারায় আব্দুল মাজেদ খান, চান্দহরে শওকত হোসেন বাদল, চারিগ্রামে রিপন হোসেন, জামশায় গাজী কামরুজ্জামান, জয়মন্টপে ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, তালেবপুরে মো. রমজান আলী এবং বায়রা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দেওয়ান জিন্নাহ লাঠু। নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী দুই প্রার্থী হলেন জামির্ত্তা ইউনিয়নে আবুল হোসেন (আনারস) ও শায়েস্তায় আব্দুল হালিম (আনারস)। এছাড়া সিংগাইর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিনুর রহমান চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন।