সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিদ্যালয়ে আসার পথে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে শহীদুল ইসলাম নামের বখাটে ইভটিজিং করার সময় স্থানীয় এলাকাবাসী ওই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোলাপুর এলাকায়।
শনিবার সকাল ১০ টার দিকে গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে বখাটে শহিদুল ইসলাম (২২) স্কুলে আসার সময় এ ইভটিজিং করে।বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা এস আই আব্দুর রাজ্জাক।গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্কুলে আসার পথে ওই বখাটে ছেলে প্রায়ই প্রেম নিবেদন করতো।
বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবক বখাটের অভিভাবককে জানালেও এ বিষয়ে তারা কোন ব্যবস্থা নেয়নি।এরই ধারা বাহিকতায় ওই ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে আসার পথে বখাটে ওই ছেলে মোটর বাইক নিয়ে ওই ছাত্রীকে অশালীন কথাবার্তা বলে রাস্তা আটকিয়ে উত্যক্ত করতেছিল।
এমন সময় বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন টের পেয়ে বখাটে শহিদুল ইসলামকে ধরে গণধোলাই দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে।গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান,এলাকাবাসী গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তার বিদ্যালয়ে আটকিয়ে রেখেছেন।
বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে আসেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন,সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন ।