হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে নিহত হয়েছেন ২ যাত্রী। শনিবার ভোর ৩টার দিকে মানিকগঞ্জের মিতরা এলাকার কালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্যসূত্রে জানা যায়, রাতে গাবতলি বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাম্বুলেন্সটি। ভোর ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ি মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে অ্যাম্বুলেন্সটি ডুবে যায়। এ সময় গাড়িতে চালক-হেলপারসহ মোট ৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৫ জন বের হতে পারলেও পেছনের সিটে থাকা ২ যাত্রী বের হতে না পেরে পানিতে ডুবে মারা যান।দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবন্ত গাড়িতে আটকে পড়া ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের এক যাত্রী বলেন, ‘গাড়ির মধ্যে সব মিলিয়ে আমরা ৭ জন ছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি হঠাৎ রাস্তার পাশের খাদে পড়ে যায়।’ মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে। মরদেহ ২টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’