হবিগঞ্জে অন্য চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসার অভিযোগে মুন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের জরিমানা করা হয়েছে।সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে।
র্যাব জানায়,রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শায়েস্তানগরে অবস্থিত মুন জেনারেল হাসপাতালে র্যাব-৯এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযান চালায়।এসময় হাসপাতালে কর্মরত চিকিৎক তাসনিম সুলতানা অপর একজন চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমান ও হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।অর্থদন্ডপ্রাপ্ত চিকিৎসক তাসনিম সুলতানা টাঙ্গাইল জেলা সদরের আমির আলীর কন্যা।এর পূর্বে ওই হাসপাতালে ভূয়া চিকিৎসক আটক করা হয়েছে।