হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় মহাসড়কের পাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এবার সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার(৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় গুড়িয়ে দেয়া হয় প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ দোকানপাট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র মহাসড়কের পাশে অবৈধ ভাবে দোকানপাট তৈরী করে ব্যবসা করে আসছিল। আর এতে করে ওইসব এলাকায় প্রায়ই যানজটসহ দূর্ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দেড় কিলোমিটার এলাকায় গড়ে উঠা ২০ থেকে ২৫টি দোকান পাট গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপান উচ্ছেদ করা হবে। অভিযানকে সহায়তা করেন হবিগঞ্জ সড়ক বিভাগ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ সদস্য।