1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে এসেছে যুবকের লাশ
বাংলাদেশ । সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে এসেছে যুবকের লাশ

নুরুজ্জামান ফারুকী:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৬৪ বার পড়েছে

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ পুলিশ।

শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে শাখা বরাক নদীর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে শাখা বরাক নদীতে একটি লাশ ভেসে ভেসে পাশ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার অংশ হতে নবীগঞ্জের দিকে আসছিল। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- আমাদের যখন স্থানীয় লোকজন লাশের বিষয়টি জানায় তখন সেটা মৌলভীবাজার অংশে ছিল, আমরা ঘটনাস্থলে যেতে যেতে লাশ ভেসে ভেসে নবীগঞ্জের বৈঠাখাল এলাকায় চলে আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

তিনি বলেন লাশের এখনো পরিচয় জানা যায়নি এবং শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করছি শাখা বরাক নদীর উজানে মৌলভীবাজার জেলা হয়তো বা মরদেহটি সেখান থেকে বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে। লাশটির মুখসহ শরীর অক্ষত রয়েছে সেক্ষেত্রে আমরা পরিচয় জানার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD