1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
হবিগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

নুরুজ্জামান ফারুকী
  • প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২১৭ বার পড়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
রবিবার (১৭ ঁজুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া এবং পাশ^বর্তী জগন্নাথপুর উপজেলার শ্যামারগাওঁ গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্øেক্স, ইনাতগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী বিবিয়ানা নদী খননের সময় বেশ কিছু জায়গায় খালের সৃষ্টি হয়। উক্ত খালে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাগাউড়া গ্রামের মকলিছ মিয়ার ছেলে সুমন মিয়া ও শ্যামারগাওঁ গ্রামের জনৈক ব্যক্তির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এ খবর এলাকায় পৌছলে দু’ গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে শ্যামারগাওঁ গ্রামের সামছুদ্দিন (২৮), জুবেদ মিয়া (২৬), শাহাজুল মিয়া (৩২), কবির আহমদ (২৫), সজবুল মিয়া (২৮), সবুজ মিয়া (২৮), আল জামিল (১৯), নাঈম মিয়া(২০), সানাউর মিয়া (২২), কাজী আমিনুল রশিদ (৪০), হিফজুর মিয়া (৩২), আরশ মিয়া (৪২) কে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ইনাতগঞ্জ উপ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন ওসি ডালিম আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD