বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকা ডুবে ৪ মহিলা নিহত হয়েছেন। বুধবার (১৩ জুুলাই) রাতে এ ঘটনা ঘটে।নিহতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), সরাফত উল্ল্যার স্ত্রী নেলি বেগম (৫০), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) ও কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ের বিয়ে শুক্রবার (১৫ জুুলাই) ধার্য্য ছিল। মেয়ের বিয়ের দাওয়াত দিতে আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম অন্যান্য আত্মীয়দের নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে আত্মীয়ের বাড়ি যান।
দাওয়াতের কাজ সেরে সেখান থেকে তারা রাতে শিকারপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের বহনকারী নৌকাটি রাত প্রায় ৮টার দিকে রউয়াইল বন্দ এলাকায় পৌছামাত্র ঝড়ের কবলে পড়ে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে হবু কনের মা জরিনা বেগম সহ উল্লেখিত ৪জন মহিলা পানিতে ডুবে মারা যান। নৌ-দুর্ঘটনার খবর শিকারপুর ও স্নানঘাট গ্রামে পৌছুলে লোকজন বিভিন্ন নৌকাযোগে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল বন্দ এলাকায় পৌছুলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলীয়ে ৪ মহিলা মারা যান। খবর পেয়ে তিনি সহ লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন বলে জানান।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালন শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৪ জন মহিলা মারা গেছেন। আর ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।