হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত চাচার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছেন ভাতিজা। তার নিক্ষিপ্ত অ্যাসিডে ঝলসে গেছে চাচার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ। আশঙ্কাজনক অবস্থায় শাহজাহান মিয়াকে (৩৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আম্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও তাদের পরিবার জানায়, কয়েকদিন আগে মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান মিয়া ও তার ভাবি জুলেখা বেগমের মধ্যে ঝগড়া হয়। এ খবর পেয়ে জুলেখা বেগমের ছেলে ফারুক আহম্মেদ নওশাদ (২৬) শুক্রবার টাঙ্গাইল থেকে বাড়ি আসেন। তিনি মায়ের সঙ্গে ঝগড়া করায় চাচার ওপর চরম ক্ষিপ্ত হন। এর জেরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহজাহানের ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার ওপর অ্যাসিড ছুড়ে মারেন। এতে শাহজাহানের মুখমণ্ডল, গলা ও বুক ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোক্তাদির তালুকদার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাসিড নিক্ষেপে ব্যবহৃত জগ, ঝলসে যাওয়া মশারিসহ বিভিন্ন আলমত জব্দ করেছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।