সিরাজগঞ্জের তাড়াশে চোরাই মোটরসাইকেলসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ৭জুলাই বুধবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য সোহের রানা (২৭) ও রাকিবুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া বিনোদ গ্রাম থেকে গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গারিসা পাড়ার মন্তাজের ছেলে সোহেল রানা ও একই গ্রামের খলিফা পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে রাকিবুল হাসান কে ০১টি মোটর সাইকেল ও ২টি মোবাইল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ,নাটোর ও পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।