সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগষ্ট রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো উপজেলা পরিষদ চত্বরে বঙ্গন্ধুর মূর্যালে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন,রচনা ও ভাষণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডঃ হোসেন মুনসুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার রেজাউল করিম,মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, গাজী এস এম আব্দুর রাজ্জাক,ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,টি এম আব্দুল্লাহেল বাকি,বাবুল শেখসহ উপজেলা প্রশাসেনর সকল কর্মকতা ও দলীয় নেতৃব্দৃ।