মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলীনগর-ওয়াইজনগর মাদরাসার ৯ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলার পর প্রধান আসামী মক্তব বিভাগের শিক্ষক রমজান আলীকে (২৭) বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে গ্রেফতার করেছেন থানা পুলিশ।গ্রেফতারকৃত রমজান আলী পাবনা জেলার বেড়া থানার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের পুত্র ও এক সন্তানের জনক।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন,জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় রমজান আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এর আগে প্রধান আসামীকে পালিয়ে যাওয়ার সহায়তা করায় ওই মাদরাসার মুহতামিমসহ ৩ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।মামলাটি অধিকতর তদন্তের জন্য প্রধান আসামীকে জিজ্ঞাসাবাদে আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে বলে ওসি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে প্রকাশ,ওই মাদরাসার মুক্তব বিভাগের শিক্ষক রমজান আলী ৯ বছরের মা-বাপ হারা শিশুটিকে বিভিন্ন সময় হেনস্তা করতো।গত ১১ সেপ্টেম্বর দুপুরে মাদরাসার ভিতরে তার শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।এ ঘটনা ফাঁস করে দেয় শিশুটি।স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয় একটি মহল।
পরে ২১ সেপ্টেম্বর রাতে শিশুটির দাদি থানায় মামলা দায়ের করেন।পুলিশ অভিযান চালিয়ে মুল আসামীসহ এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেন।এদিকে,স্থানীয় বাসিন্দারা এ ন্যাক্কারজনক ঘটনার গ্রেফতার হওয়া অভিযুক্ত প্রধান আসামী শিক্ষক রমজান আলীর কঠোর শাস্তি দাবী জানিয়েছেন।