মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর শিশু আল আমিনের(৭) বস্তাবন্দি লাশ উদ্ধারের রেশ না কাটতেই কলেজ ছাত্র নিখোঁজের খবরে এলাকায় নিখোঁজ আতংক বিরাজ করছে এবং স্বজনরাও রয়েছে দুশ্চিন্তায়।নিখোঁজ কলেজ ছাত্রের নাম রায়হান হোসেন সবুজ(১৭)।সে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামের ফেলান মিয়ার পুত্র এবং কেরানীগঞ্জ উপজেলার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
নিখোঁজ রায়হানের বড় ভাই পারভেজ হোসেন জানান,গত (১৯ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় রায়হান কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি।তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে রেখে গেছে।আত্বীয়-স্বজন,কলেজের বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য স্থানে খোঁজা খুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ৩১ আগস্ট সিংগাইর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রায়হান নিখোঁজের ১৪ পেরিয়ে গেলেও তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় সময় পার করছে।এ বিষয়ে সিংগাইর থানার শান্তিপুর পুলিশ ফাঁড়ির তদন্তকারী ইনচার্জ খালিদ মনসুর বলেন,রায়হান ১৯ আগস্ট নিখোঁজ হলেও থানায় জিডি হয়েছে গত ৩১ আগস্ট।এবিষয়ে তদন্ত চলছে।আশা করছি খুব দ্রুত কলেজ ছাত্রের সন্ধান পেয়ে যাব।