হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৮মে) সকালে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালী ব্যক্তিগন মহাসড়কের পাশে জায়গা দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছিলেন । এ সমস্ত অবৈধ স্থাপনার কারণে মহাসড়ক প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান। এ সময় সড়ক ও জনপথের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।