1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মাধবপুরে ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে সেচ যন্ত্র
বাংলাদেশ । শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

মাধবপুরে ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে সেচ যন্ত্র

পিন্টু অধিকারী :
  • প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪১ বার পড়েছে

হবিগঞ্জের মাধবপুরে ফসলের মাঠ থেকে স্যালু মেশিন ( সেচ যন্ত্র) চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর বোরো ইরি মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষকরা সেচ যন্ত্রের সাহায্যে জমিতে পর্যাপ্ত পানি দিয়ে থাকে। চলতি মৌসুমে হঠাৎ করে সেচ যন্ত্র চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে। জানা যায়, গত ২৫ শে মার্চ রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের হান্নান মিয়া ও শাহজাহানপুর গ্রামের রানা মিয়া’র সেচ যন্ত্র ফসলের মাঠ থেকে চুরি হয়ে যায়। এর আগে ১৮ ই মার্চ একই ইউনিয়নের জামালপুর গ্রামের নিপু মোল্লা’র, ১৫ই মার্চ ভান্ডারুয়া গ্রামের জামির মিয়ার ও ১২ই ফেব্রুয়ারী মুসলিম মিয়ার সেচ যন্ত্র রাতের আঁধারে চুরি হয়ে গেছে।

এছাড়া একই ইউনিয়নের সুরমা গ্রামের তাপস দেব,ফজল মিয়া, নাজিরপুর গ্রামের কাদির মিয়া,সুরমা চা বাগানের বাবু মিয়া, ভান্ডারুয়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার সেচ যন্ত্র গ্রামের মাঠ থেকে চুরির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান, এ সময়ে জমিতে সেচ দিতে না পারলে ধানের সঠিক উৎপাদন ব্যাহত হবে। সার্বিক উৎপাদনে ঘাটতি হবে। তাই দ্রুত এই সেচ যন্ত্র চুর চক্রকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

স্থানীয় ইউ/পি সদস্য মো: মান্নান মিয়া জানান, সেচ যন্ত্র চুরির বিষয়টি কয়েকজন কৃষক আমাকে জানিয়েছে। আমি তাদেরকে বিষয়টি চেয়ারম্যান কে অবহিত করতে বলেছি। শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, আমার নিকট এখনো কেউ এই বিষয়ে অভিযোগ করেনি। এখন আমি অবগত হলাম। আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি এবিষয়ে আলোচনা করবো। মাধবপুর থানার পরিদর্শক ( তদন্ত) মো:গোলাম কিবরিয়া হাসান জানান, সেচ যন্ত্র চুরির বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD