1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা মেয়ের
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা মেয়ের

নূরুজ্জামান ফারুকী:
  • প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ বার পড়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে প্রতিপক্ষকে ফাসাঁতে গিয়ে নিজের বৃদ্ধা মা করিফুল নেছা (৮০) কে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে মেয়ে সবিকুন বেগম। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে সিলেট যাওয়ার পথে স্থানীয় নতুন বাজার মোড়ে মেয়ে সবিকুন নেছা, জামাতা ইসমত আলীসহ একদল লোকজন গাড়ীটি আটক করে আহত বৃদ্ধাকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পুলিশ ইসমত আলীকে থানায় নিয়ে আসেন।

পরে আহত বৃদ্ধাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মৃত আষ্টব আলীর ছেলে ইসমত আলী ও তার সহোদর নজির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। নজির মিয়া তার অংশ বাড়ি রকম ভূমি একই গ্রামের সাইদুল মিয়ার কাছে বিক্রি করে ফেলছে খবর পেয়ে প্রতিপক্ষ ফাসাঁতে গিয়ে ইসমত আলী ও তার স্ত্রী সবিকুন বেগম মিলে বৃদ্ধা মা করিফুল নেছাকে খবর দিয়ে তাদের বাড়িতে আনেন এবং ওই বৃদ্ধাকে হত্যার পরিকল্পনা করেন। শনিবার ১৮ ডিসেম্বর সকালে সবিকুন বেগমের সাথে সাইদুলের ওই ভূমি নিয়ে বাকবিতন্ডা হয়।

এ নিয়ে রাতে একটি ক্ষুদ্র শালিস বসে। উক্ত শালিস বৈঠকে সবিকুন বেগম ও সাইদুলের মাঝে হট্রগোল হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ঘরের দরঝা বন্ধ করে মেয়ে সবিকুন, জামাতা ইসমত ও সবিকুনেলর কথিত প্রেমিকা আরিফ মিয়া মিলে বৃদ্ধা করিফুল নেছা (৮০) কে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গ্রামবাসী দরজা খোলতে ব্যর্থ হয়ে থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থ পৌছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে প্রেরন করেন। কর্তব্যরত চিকিৎসক আহতকে সিলেট প্রেরণ করলে মেয়ে বা মেয়ের জামাতা সাথে না গিয়ে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে ওৎ পেতে থাকে। গ্রামের পক্ষে জনৈক আছাব আলীগংরা আহত বৃদ্ধাকে নিয়ে সিলেট যাবার পথে নতুন বাজার মোড়ে মেয়ে ও মেয়ের জামাতা, আরিফসহ একদল লোক গাড়ী আটক করে ওই বৃদ্ধাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ইসমত আলীকে থানায় আটক করে আহতকে সিলেট প্রেরন করেন। পরে মুছলেকা রেখে ইসমত ছেড়ে দেয়া হয়।

এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে নিতে ও নিজে বাচাঁর জন্য মেয়ে সবিকুন নেছা প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার মায়ের অবস্থা সংকটাপন্ন বলে দাবী করেন। পরে পুলিশ গ্রামের আরব আলী নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে আহত বৃদ্ধার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুপুরের দিকে আহত বৃদ্ধাকে রিলিজ করেন। বর্তমানে ওই বৃদ্ধা তার অপর মেয়ের সিলেটস্থ বাসায় অবস্থান করছেন। এদিকে প্রতিপক্ষের লোকজন ও গ্রামবাসী ওই বৃদ্ধা সম্পুর্ণ সুস্থ্য না হওয়া পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর নজরদারীতে রাখার জন্য দাবী জানিয়েছেন। অপর সুত্রে জানাগেছে, সবিকুন বেগম এ ঘটনায় তার প্রতিপক্ষসহ গ্রামের ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দেয়ার চেষ্টা করছেন। এছাড়া পুলিশ আটককৃত আরব আলীকে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD