সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ভাই তুরস্কের একটি হাসপাতালে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।পরে রাতেই তার মরদেহ নিয়ে রওনা করা হলে ভোরে ঢাকায় পৌছায় ।
ঢাকার সকল কার্যক্রম শেষে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে হাসিবুর রহমান স্বপনের কফিন ঢাকা থেকে পাবনা বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে পৌছালে সেখানকার বাতাস শোকে ভারী হয়ে ওঠে।প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন হাজারও নেতা কর্মীরা ।শ্রদ্ধা জানাতে সেখানে আগেই উপস্থিত ছিলেন, বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, বেড়া উপজেলা নিবার্হী অফিসার আব্দুস সবুর, বেড়া সার্কেল অফিসার জিল্লুর রহমান, বেড়া মডেল থানার ওসি অরবিন্দুসহ সরকারী বেসরকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পথে তার মরদেহ নির্বাচিত এলাকা শাহজাদপুরে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে মোতায়ন করা হয় বিপুল সংখ্যক পুলিশ । নিকট সূত্রে জানা যায়, সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাকে সম্পুর্ন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।