মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধিসহ সাত শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজ্জাক হোসাইন রাজের নির্দেশে-সাটুরিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এসব চারা বিতরণ করা হয়।এসময় বিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশ কর্মীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি ফজল-বনজ ও ঔষদী গাছের চারা রোপন করা হয়।
গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্ট সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি আপেল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাজ্জাক হোসেন রাজ।এছাড়া অন্যদের মধ্যে জেলা শাখার সহ-সভাপতি বাবু অলক রায়,উপজেলা শাখার সহ সভাপতি শাহীন আজাদ,সাটুরিয়া উপজেলা শাখার সহ- সভাপতি মোঃ হৃদয় মাহমুদ রানা,সাটুরিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক কাজল খান,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।