হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিট ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সহ অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। রোববার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ,মাধবপুর,বিজয়নগর, শায়েস্থাগঞ্জ ও প্রাণ আরএফএল ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে।
শাহজিবাজার ৩৩০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেলবিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, রোববার সকাল ১০ টার দিকে ১৮২ এমভির ২টি ইউনিট ট্রান্সফরমারে বিকট শব্দে আগুন ধরে যায়। মূহূতের মধ্যেই ট্রান্সফরমার পুড়ে গেছে। শাহজিবাজার ৩৩০ মেঘাওয়ার্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে জাতীয় গ্রিডে এখন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করতে শাহজিবাজার ১০০ মেঘাওয়ার্ট বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপক আবুল কালামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাহজিবাজার ১০০ মেঘাওয়ার্টের ব্যবস্থাপক ও তদন্ত কমিটির প্রধান আবুল কালাম জানান, ৩০০ মেঘাওয়ার্টের ১টি ইউনিট আগেই বন্ধ ছিল। ২টি ইউনিট চালু ছিল। আগুন লেগে একটি ইউনিট ট্রান্সফরমার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। কি কারনে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান নিয়ন্ত্রণ করতে কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালে ১মার্চ শাহজিবাজার ৩৩০ মেঘাওয়ার্ট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্র উদ্বোধনের পর থেকে প্রশাসনিক অব্যবস্থাপনার কারনে বিভিন্ন সময় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে সরকারি বিদ্যুত উৎপাদন কে›ন্দ্রে শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল । মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি দূর্ঘটনা জনিত ঘটনা। তবে এটি কোন নাশকতার ঘটনা নয়।