নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসাম পৌরসভা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভা পরিষদ মোঃতাজুল ইসলাম কনফারেন্স হল রুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাকসাম পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র অধ্যাপক আবুল খায়ের,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা,পৌর সচিব সজীব আহমেদ।
এছাড়াও লাকসাম পৌরসভার বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলর খলিলুর রহমান,শাহাজান মজুমদার, অ্যাড.মাসুদ হাসান,আব্দুল আজিজ,দেলোয়ার হোসেন,গোলাম রাব্বানী, আবু সায়েদ বাচ্চু, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার, নাসিমা সুলতানা, মুশফিকা আলম মিতা,লাকসাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক- আনিসুর রহমান কাঞ্চন,শিক্ষিকা মনোয়ারা সুলতানা মুন্নী, পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি- মুজিবুর রহমান দুলাল, ডিবিসি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি- নাসির উদ্দিন চৌধুরী,টিএলসিসি’র সদস্য অর্জুন সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।