নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে জেলা শহরের অজহর রোডে তিন প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।এ ঘটনায় শুক্রবার নেত্রকোনা মডেল থানায় বিরুদ্ধে মামলা হয়েছে।
মুহাম্মদ রেজাউল হক টিটু ওরফে রেজা ভান্ডারী (৪৮) তিনি প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী,আবার কখনো এনএসআই এর কর্মকর্তা।আটকের পরে পরিচয় দিলেন তিনি বাউল শিল্পী ও সিএনএন অনলাইন এর সাংবাদিক।এসব পরিচয় বহন করে তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাতজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা।
এসব টাকা ব্র্যাক ব্যাংক,বিকাশ,রকেট ও নগদ একাউন্ট এবং নগদের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে জানা গেছে।আটক হওয়া তিনজন হচ্ছে-ঢাকার হাজারীবাগের রায়ের বাজার এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মুহাম্মদ রেজাউল হক ওরফে টিটু (৪৫),গাজীপুরের শ্রীপুরের গলধাপাড়া এলাকার মৃত আবদুল হেকিমের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৯) ও নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার আবদুল হেকিমের ছেলে আবু সায়েম(৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার কথা বলে প্রলোভন দেখায় ওই তিন প্রতারক।পরে জেলার বিভিন্ন এলাকার সাতজনের কাছ থেকে ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় তারা।পরে পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র আসলে চাকুরী প্রার্থীদের সন্দেহ হয়।
বৃহস্পতিবার বিকেলে বাকী টাকা নেওয়ার জন্য নেত্রকোনায় আসলে অজহর রোডে প্রতারকদের আটক করে এলাকাবাসী এবং টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দেয়।পরে প্রতারকরা ২ লাখ টাকা ফেরৎ দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় সদর উপজেলার উলুয়াটী গ্রামের মোঃ নাজমুল হাসান খান বাদী হয়ে আটক হওয়া তিনজনের বিরুদ্ধে শুক্রবার প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ সোহেল রানা জানান,চাকুরি দেওয়া কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ওরা টাকা নিয়েছে।তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।