1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোনায় শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
বাংলাদেশ । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

নেত্রকোনায় শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মোনায়েম খান:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৯৬ বার পড়েছে

শিক্ষার্থীদের সাথে অশালীন ও অসহনীয় আচরণের জন্য শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। নেত্রকোনার বারহাট্টা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহকারি শিক্ষক মৃহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তার অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের অদূরে খেলার মাঠে কয়েক শতাধিক শিক্ষার্থী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মোড়ে জড়ো হয়ে রাস্তায় বসে শিক্ষকের অপসারণে নানা শ্লোগান দিতে থাকে। এ সময় পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকাল সোমবার সকালেও শিক্ষার্থীরা মিছিলসহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মৌখিক নালিশ জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বিদ্যালয়ে ছুটে আসেন।

ভূক্তভোগী শিক্ষার্থরা জানায়, সবসময়ই শিক্ষক মাহবুবুর রহমান আমাদের সাথে খারাপ আচরণ করেন। আর ছাত্রীদের নানাভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন ও গায়ে হাত তোলেন। দীর্ঘদিন ধরে সইতে সইতে এখন সহ্যের বাইরে চলে গেছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন কর্মসুচি নেয়ার কথা জানান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

শিক্ষার্থীদের এক অভিভাবক বলেন, আমাদের মেয়েদের সাথে শিক্ষক মহবুবুর রহমানের অসহনীয় আচরণ ও শ্লীলতাহানির বিচার চাই। একজন শিক্ষক এতবড় নেক্কারজনক কাজ করতে পারেন এটা ভাবতেই অবাক হই। আমাদের মেয়েদের নিরাপত্তার ও ভবিষ্যৎ নিয়ে আমরা শংকিত।

নাম প্রকাশে না শর্তে একাধিক শিক্ষক জানান, মাহবুবুর রহমান ৭-৮ আগে একবার সাবেক একজন প্রধান শিক্ষকের সাথে খারাপ আচরণের কারণে বেশ কিছুদিন সাময়িক বরখাস্ত ছিলেন। তিনি শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদের সাথেও জঘন্য আচরণ করেন। তার জন্য শিক্ষকদের ভাবমূর্তি খারাপ হচ্ছে। অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সন্তানের মতো ভালোবাসি। তাদের সাথে অসহনীয় আচরণ আমি করি নাই। ছাত্র-ছাত্রীরা শুধু শুধু আমার বিরুদ্ধে মানববন্ধন করছে। আমার কোন খারাপ উদ্দেশ্য নেই।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। এই পরিস্থিতি থেকে উত্তরণে অভিযুক্ত শিক্ষকে সাময়িক বরখাস্ত করার জন্য শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজই চিঠি লিখে সুপারিশ জানানো হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, বিষয়টি অবগত হয়েছি। তবে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে কোন মন্তব্য করেননি। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারা এ বিষয়ে ভাল বলতে পারবে তাদের কাছ থেকে জানুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD