মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে এডভোকেট জাহিদ হাসান (২৮) নামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।আজ রবিবার(৫ ই সেপ্টেম্বর)মুন্সীগঞ্জ সদরের আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে।
তথ্য সুত্রে জানা যায়,রবিবার মুন্সীগঞ্জ সদরের কোটগাও এলাকার আদালত ভবন হতে কাজ শেষ করে তার নিজ বাড়ি শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে নিজের বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন।সিরাজদিখান উপজেলার ইছাপুরা নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিন ইয়াসমিন জানায়,আমাদের আইনজীবী সমিতির সদস্য জাহিদ হাসান আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।সে গত ৭ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করে।
এই বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডভোকেট জাহিদ হাসান।মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের রঞ্জু মীরের ছেলে।