মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুনা আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২০ জন। আজ সোমবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকায় সার বোঝাই একটি ট্রাক হঠাৎ করে পেছন থেকে এসে ৫ টি সিএনজি ও ৬/৭ টি অটো এবং একটি পিক্যাপের উপরে উঠিয়ে দেয়। পরে ঢাকামুখী একটি ট্রাকের সাথে ওই ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি থেমে যায়। তবে এ সময় সিএনজি ও ব্যাটারি চালিত অটোতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী রুনা বেগম নিহত হয়। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত রুনা আক্তার রাজধানীর মিরপুর এলাকার আব্দুল হালিম ব্যাপারির স্ত্রী।
এ বিষয়ে নিহত রুনা বেগমের মেয়ে তায়েবা জানায়, আমরা সিএনজি দিয়ে নানু বাড়ি যাচ্ছিলাম। আমাদের সিএনজিটি আস্তে আস্তে চলছিলো। এ সময় পিছন দিক হতে ট্রাক আমাদের সিএনজিকে ধ্বাক্কা দিলে আম্মুসহ সিএনজি উল্টে যায়। আমি জ্ঞান হারাইয়া ফেলি।পরে হাসপাতালে নেওয়ার পর আমার আম্মু মারা গেছে।
মুন্সীগঞ্জের টিআই বজলুর রহমান বলেন, সার বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-২১৭৯ সার বোঝাই করে নারায়নগঞ্জ হতে মুন্সিগঞ্জের মীর কাদিম গোডাউনে যাচ্ছিলো । এ সময় ট্রাকটি ব্রেক ফেল করে ৫টি সিএনজি ও ৬/৭টি অটো রিক্রা ও একটি পিক্যাপকে ধাক্কা মেরে পরে রাস্তার মধ্যে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাক ঢাকা মেট্রো-অ-১১-৩৩৩৭কে ধাক্কা মারলে সাইডে পরে যায়। এ দূর্ঘটনায় ট্রাক ড্রাইভারসহ ২০ জন আহত ও এক নারী নিহত হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান জানান, দুপুর একটার দিকে সড়ক দুর্ঘটনা আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুর রহমান জানান, ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা কেন, কীভাবে হলো খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
প্রাসঙ্গিক, আহতরা হলেন, খোরশেদ ফকির (৭০) , আফরাহিন (২৭), হাবিবা বেগম (৫০), তাছমিয়া আক্তার(৬) , সিদ্দিকা বেগম (৩৫) , পিয়ার হোসেন (৪০), সুমন মিয়া (৪০), মো.তামিম(১৮), নুসরাত আক্তার (১৮), লিটন সরকার (২৮), আলাউদ্দিন ছৈয়াল (৬৫), শরিফ হোসেন (৩০), মো.রুবেল (৩০) ও সুমন হোসেন (৩০)।