মুন্সীগঞ্জ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে।এ সময় ককটেল ও দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। শনিবার (২৪শে জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিদের তথ্য সুত্রে জানা যায়, শনিবার বিকালে আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের রশিদ বকাউলের ছেলে মুসা বকাউল ও ইব্রাহীম ঢালীর ছেলে জুয়েল ঢালীর মধ্যে নাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সুত্রপাত হয়৷পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে সহ ককটেল ও দেশীয় অস্ত্রে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
স্থানীয়রা আরো জানায়, সামনে নিবার্চনকেই লক্ষ রেখে এ হামলার ঘটনা ঘটেছে।একসময় এ ইউনিয়নের মাঝিকান্দি গ্রামটি শান্ত গ্রাম হিসেবে পরিচিত ছিল। গত এক বছর গ্রামটিতে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে ।গত বছরও আধিপত্যের ঘটনায় স্থানীয় মসজিদে হামলা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। মারামারির ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ ঘটনায় উভয় পক্ষের আহতের মধ্যে পারভেজ (২৩) শফি বকাউল (৪৮) অলি বকাউল (২৭) মুসা বকাউল (১৫) শাকিল (২০), আসিফ (১৯), ইউসুফ(১৮), জুয়েল (১৪) সহ ১০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে অলি বকাউলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।