ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব বোয়ালমারী’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী আহ্বায়ক ও ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. বায়েজীদ হোসেন (শাহেদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. নয়ন নিলয়, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের মো. জুয়েল ইসলাম ভান্ডারী। এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র সহসাধারণ সম্পাদক আমীর চারু বাবলু, কার্যনির্বাহী সদস্য মিজান উর রহমান, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ মিলু, প্রচার সম্পাদক এসএম রুবেল, কার্যনির্বাহী সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন, বিপ্লব আহমেদ, সদস্য টুটুল বসু, রেজা আহমেদ, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. আব্দুল্লাহ্ আল-মামুন, বোয়ালমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. এনামুল হক চৌধুরী, সালথা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মো. নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও এর সুফল ভোগ করতে পারছে না। এখনও মানুষ রাজনৈতিক ও সামাজিক অধিকারসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যা স্বাধীনতা চেতনার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তাই সকল জায়গায় অনিয়ম ও দুর্নীতি দূর করার লক্ষ্যে নুরুল হক নুরের নেতৃত্বে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠন করা হয়েছে যা বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে। বক্তরা মতবিনিময় সভায় উপস্থিত সকল ব্যক্তিদেরকে তারুণ্য নির্ভর রাজনীতি অর্থাৎ ‘গণ অধিকার পরিষদে’ কাজ করার আহ্বান করেন। ফরিদপুর জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ হারুনার রশিদ জানান, গণ অধিকার পরিষদ কোন পরিবারতান্ত্রিক দল না বরং জাতি, ধর্ম, ভুলে গিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিরাই এই তারুণ্য নির্ভর রাজনৈতিক প্লাটফর্মে নেতৃত্বে আসবে।