1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ফরিদপুরের বোয়ালমারীতে জনতার হাতে স্বর্ণালংকার,নগদ টাকাসহ ২ছিনতাইকারী আটক
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফরিদপুরের বোয়ালমারীতে জনতার হাতে স্বর্ণালংকার,নগদ টাকাসহ ২ছিনতাইকারী আটক

বিপ্লব আহমেদ
  • প্রকাশিত: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার পড়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছিনতাই করে পালানোর সময়ে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।তবে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং ছিনতাইকৃত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।(১০ জুলাই) শনিবার বিকেলে ঘোষপুর ইউনিয়নের চরদ্বৈতরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের আব্দুল মান্নান শেখ বাদি হয়ে শনিবার রাতে তিনজনকে আসামি করে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন।জানা যায়,চরদ্বৈতরকাঠি গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে সাবিনা ইয়াসমিন শ্বশুরবাড়ি কাদিরদী থেকে সাতৈর হয়ে অটোভ্যানে বাবার বাড়ি যাচ্ছিল।সাবিনার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার একটি সাইড ব্যাগে নিয়ে যাচ্ছিল।

ভ্যানের ওপর ব্যাগটি রাখা ছিল।আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে সাতৈর-ঘোষপুর সড়কের ওই গ্রামের মোল্যা বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল করে তিন যুবক ভ্যানের ওপর থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।পরে শোর চিৎকারে লোকজন ধাওয়া করে হাটখোলায় গিয়ে ছিনতাইকারীকে জনতা ধরে ফেলে।এ সময় একজন পালিয়ে যায়।

ধৃত দুইজনকে মালামালসহ পুলিশে সোপর্দ করা হয়।রাতে আব্দুল মান্নান শেখ বাদি হয়ে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের মোঃ রাকিব বিশ্বাস (২১),জিহাদ শেখ (২০) ও মোঃ আলআমিনকে (২২) আসামী করে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধিত ২০১৯ এর ৪ ধারায় নগদ অর্থ ও স্বর্ণালংকার জোরপূর্বক কাড়িয়া ছিনতাই করিয়া নিয়ে যওয়ার অপরাধে মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান,ধৃত আসামী রাকিব বিশ্বাস ও জিহাদ শেখকে রোববার দুপুরে আদালতে চালান করা হয়েছে।পলাতক আসামী আল আমিনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD