কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলা প্রশাসকের দেয়া খাদ্য সহায়তা পেলো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। রোববার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৯টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রি দেওয়া হয়।
পরে ওই আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্টে নিহত শহীদদের আত্মর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার চারিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া ওই আশ্রয়কেন্দ্রে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত আসমা, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন সহ ওই এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।