1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চিকিৎসকের দ্বায়িত্ব অবহেলায় অটো চালকের মৃত্যু
বাংলাদেশ । সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

চিকিৎসকের দ্বায়িত্ব অবহেলায় অটো চালকের মৃত্যু

এম.মাসুম বিল্লাহ্:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৫৬ বার পড়েছে

বরগুনা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকের দ্বায়িত্ব অবহেলায় সোহরাফ গাজী নামের এক অটো চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে ইমরান নামের এক চিকিৎসকের বিরুদ্ধে।

ভুক্তভোগী মৃত্যু সোহরাফ গাজী সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের গনি মুসুল্লির ছেলে। সোহরাফ দীর্ঘদিন টিবি রোগে ভুগছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোহরাফ কে ২৬ জানুয়ারি (বুধবার) বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় অসুস্থ অবস্থায় তার স্বজনরা বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার ভর্তি নিয়ে ডাক্তার ইমরানের তত্ত্বাবধানে হাসপাতালের নতুন ভবনে রাখেন। ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ২টা ৩০ মিনিটের সময় সোহরাফের শারীরিক অবস্থার অবনতি হয়ে মুত্রনালী বন্ধ হয়ে ছটফট করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পরে। এসময় সোহরাফের সাথে থাকা স্ত্রী ও মা দ্রুত আবাসিক চিকিৎসক ইমরানের কক্ষে ছুটে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং সেবিকাদের কক্ষও ছিল খালি। পরে হাসপাতালের পুরাতন ভবনের জরুরী বিভাগে যেতে চাইলে নতুন ভবনের মুল ফটকেও তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তারা। অনেক চেষ্টার পরে কোন সাহায্য না পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটের সময় সোহরাফের ছোট ভাই মোশাররফ হোসেনকে ঘটনার বিষয় মুঠোফোনে অবহিত করলে তিনি বাড়ি থেকে রওয়ানা হয়ে রাত ৪টা নাগাদ হাসপাতালে পৌঁছে জানতে পারেন ডাক্তার ইমরান ও দ্বায়িত্বরত সেবিকা শাহনাজ পারভীন রাতেই তাদের বাসায় চলে গেছেন। মোশাররফ হোসেন হাসপাতালের গেটে প্রায় ঘন্টা খানেক ডাকাডাকির পরে জনৈক জাকির নামের একজন রোগী গেটের তালা খুলে দেন। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তারকে নিয়ে সোহরাফের বেডে গেলে ততক্ষণে সোহরাফ মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরে সকালে হাসপাতালে এসে ডাক্তার ইমরান সোহরাফের মৃত্যু সনদ প্রদান করেন। সকালে ডাক্তার ইমরানকে দেখেই মৃত্যুের স্বজনরা উত্তেজিত হয়ে পরেন।

এবিষয়ে ডাক্তার ইমরান মুঠোফোনে তার দ্বায়িত্বে থাকার কথা অস্বীকার করেন। হাসপাতালে না থাকা ও গেট তালাবদ্ধ করার বিষয় কথা বলতে চাইলে তিনি কোন প্রশ্নের জবাব না দিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করতে বলেন।

সেবিকা শাহনাজ পারভীন প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়েও পরে বলেন, রাতে তিনি একবার ওয়ার্ড ঘুরে তার বাসায় চলে যান। তিনি আরো বলেন, হাসপাতালে ডাক্তার না থাকার ভুলেই সোহরাফ গাজীর মৃত্যু হয়েছে। তার গাফিলতির বিষয়টি যেন গণমাধ্যমে প্রকাশ না করার জন্য তার একজন পরিচিত গণমাধ্যমকর্মীকে দিয়েও অনুরোধ করেন।

বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, হাসপাতালে উপস্থিত না থাকাটা ডাক্তারের ভুল ছিল। তবে পরক্ষণেই জনবল সংকটের অযুহাত দেখিয়ে ডাক্তার ইমরানের অপরাধ আড়াল করার চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD