1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
আমার-আপনার সন্তান তারা যেন সমাজের বোঝা না হয় ( জেলা প্রশাসক কামরুল হাসান )
বাংলাদেশ । সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

আমার-আপনার সন্তান তারা যেন সমাজের বোঝা না হয় ( জেলা প্রশাসক কামরুল হাসান )

কবির হোসেন মিজি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৯০ বার পড়েছে
” ৮০০ কোটির পৃথিবী ; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতি বছরের ন্যায় ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারনে মানবতার সর্বজনীন মূল্যবোধ যেমন বিগ্নিত হয় না তেমনি জনসংখ্যা হ্রাসজনিত কারনে এটি হ্রাস পায় না। বরং সবর্দা অটুট থাকে। সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মানে সবাই কে কাজ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে, মাতৃমৃত্যু হার, শিশুমৃত্য হার কমে এসেছে। এর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সরকার এবং সমাজের সচেতনতায় অনেক সুফল পেয়েছে। এখন ভয়াবহ মাদকের ভয়াল থাবার পাশাপাশি ইনারনেটের যুগে মোবাইলে হাত বাড়াইলে
নাটক,খেলাধূলা সহ বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাই এবং শিক্ষাজীবন শেষে আমরা সেভাবে চাকরি বা কর্মসংস্থান সৃষ্টি করতে অগ্রাধিকার দিতে পারা যাচ্ছে না। কিন্তু আবার দেখা যাচ্ছে কেউ হাতের কাজ শিখছে না। যেমন বাসাবাড়িতে কাঠের কাজের দক্ষ কারিগরের অভাব
সরকার বিদ্যুৎতের শতভাগ বিদ্যুতায়নের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে দক্ষ ইলেক্ট্রিশিয়ানের অভাব অর্থাৎ পড়ালেখার পাশাপাশি হাতের গুরুত্ব দিতে হবে আর এজন্য কিশোরদের নিয়ে কাজ করতে হবে। এরা আমার – আপনার সন্তান তারা যেন সমাজের বোঝা না হয়। তাই আপনারা মাঠ পর্যায়ের কর্মীরা বাড়ির মা- বাবা,ভাই-বোন দের বুঝাবেন।
মূল প্রবন্ধ ও সভাপতিত্বের বক্তব্য রাখেন
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের   উপপরিচালক জনপ্রশাসন পদকপ্রাপ্ত ডাঃ মোঃ ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জনের পক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন,
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,  চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ক্যামসের চেয়ারম্যান ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি,ইউএসএআইডি মামনি ম্যানেজার মোঃ ইমরুল হাসান, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি মতলব উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, জেলার শ্রেষ্ঠ কর্মী চাঁদপুর সদর উপজেলা ১০ লক্ষীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রীতি রানী শীল ও মতলব ( উত্তর – দক্ষিণ ) উপাদী পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন চন্দ্র সরকার।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম আমিনুল ইসলাম।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ( এমসিএইচ-এফপি ) ডাঃ তন্ময় বড়ুয়া ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীরুল ইসলামের উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজির মজুমদার।
আলোচনা সভার পূর্বে চাঁদপুর সার্কিট হাউসের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাপ্তি আনেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট খেকে সমাজসেবক হিসেবে জেলার শ্রেষ্ঠ  জনপ্রতিনিধি মতলব উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।  বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট খেকে  জেলার শ্রেষ্ঠ কর্মী হিসেবে মতলব ( উত্তর – দক্ষিণ ) উপাদী পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন চন্দ্র সরকার ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD