রংপুরের মিঠাপুকুরে ষ্টোর রুমেই পঁচে গেছে ত্রাণের আলু,পেয়াজ সহ বিভিন্ন সামগ্রী।এখন এসব পঁচা খাদ্য দ্রব্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সভাকক্ষের অস্থায়ী গুদাম ঘরে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রামপুলিশ সদস্যরা ত্রাণের প্যাকেট খুলে আলু,পেঁয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী বের করছেন।আলু ও পেঁয়াজ সব পঁচে গেছে।গুদাম ঘরে দুর্গদ্ধে নাভিশ্বাস ওঠার অবস্থা।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাম পুলিশ বলেন,প্যাকেটে অনেকদিন ধরে আলু পেয়াজ রাখায় তা পঁচে দুর্গন্ধ উঠেছে।আমরা সেগুলো বের করছি।ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রকল্প বাস্তবায়ন অফিসের একজন কর্মচারী জানালেন,এ নিয়ে আমার কোন কথা নেই।বড় বড় মাথারা এগুলো দেখাশোনা করেন।