‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে চান্দিনায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় চান্দিনা উপজেলা পরিষদের পুকুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫ কেজি দেশিয় মাছের পোনা অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আশরাফুন নাহার।
তিনি বলেন, মৎস্য হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। বিশাল জলরাশি অপার সম্ভাবনাময় মৎস্য সম্পদ আহরণের জন্য বাংলাদেশ অন্যতম একটি দেশ। এটাকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ ও মৎস্য সম্মৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, খামার ব্যবস্হাপক মৎস্য বীজ উৎপাদন খামার শতাব্দী রায়,উপজেলা সমবায় কর্মকর্তা মো.মোবারক হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সেলিনা আক্তার (সুমি),সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া,মোঃ জাহাঙ্গীর আলম, ফিল্ড এসিস্ট্যান্ট মো. মনির হোসেন, সুজয় চন্দ্র রায়, মৎস্য চাষী আব্দুল আলীম, মো. মাসুদ প্রমুখ।