রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু আগামী ৪ অক্টোবর।মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রুটিন উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম টিপু।এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়,ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর সি ইউনিট,৫ অক্টোবর এ ইউনিট এবং ৬ অক্টোবর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন তিন শিফটে পরীক্ষা নেওয়া হবে।প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা।দ্বিতীয় শিফট দুপুর ১২ থেকে ১টা এবং তৃতীয় শিফট বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd -এর admission মেন্যু থেকে দেখা যাবে।
প্রসঙ্গত,বিদেশি শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।