1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
রংপুর মিঠাপুকুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রংপুর মিঠাপুকুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

মোতাহার হোসেন :
  • প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পড়েছে
Mitapokor Rongpor

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে উপজেলা প্রশাসন।কর্মসুচির মধ্যে ছিল স্ব-উদ্যোগে অর্ধ-নমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মোনাজাত, বৃক্ষ রোপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি, বিশিষ্ট সংগীত শিল্পী ও রংপুর রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।

আলোচনা করেন সহকারী কমিশনার ( ভুমি) মাহমুদ হাসান মৃধা, পুলিশ পরিদর্শক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী। সঞ্চালনায় ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ। এছাড়াও পিআইও মোশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মিঠাপুকুরের আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও ফাতেমাতুজ জোহরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ প্রমুখ।বাদ জোহর মিঠাপুকুর মডেল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা আখিরুজ্জামান আজাদী।এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন পৃথকভাবে কর্মসুচী পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD