হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
শুক্রবার (২৩ জুলাই) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা-এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে ভাই ভাই মাস্টার স্টোর এর সামনে মাধবপুর-সিলেট পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড সহ মো. মহরম আলী (২৪) ও হেলাল মিয়া (১৯)কে আটক করেন।
মহরম আলী চুনারুঘাট উপজেলার গেরারুক এলাকার মৃত কাচন আলীর ছেলে এবং হেলাল মিয়া পশ্চিম পাকুড়িয়া এলাকার আফসর উদ্দিনের ছেলে।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগিরা পালিয়ে যায়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।