1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ । শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোনায়েম খান:
  • প্রকাশিত: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৪৫ বার পড়েছে

মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষর মুক্ত, সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ে সাথে সাথে নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

সকালে সমাজকলাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ,পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগর সভাপতি আলহাজ¦ মোঃ মতিয়র রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ইউনিট কমান্ড মোঃ নুরুল আমিনসহ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি, ফায়ার সার্ভিস স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।

এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। হাসপাতাল, জেলখানা, প্রতিবন্ধী কল্যাণকেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD