1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডায়েরি কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
বাংলাদেশ । বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ।। ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেপ্তার-৩ সৈয়দপুরে ৮ ইটভাটার পৌনে ৭ লাখ টাকা জরিমানা আদায় যৌথবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত সর্দার আটক অর্থনৈতিক নিশ্চয়তা পেলে সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে- চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ নোয়াখালীতে অভিযান ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ৪২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-এর কমিটি গঠন কল্পে মত বিনিময় সভা বিএনপি কর্মিকে গুলি ও জ বাই করে হ ত্যা ভাবিকে খুন করে তাবলিগ জামায়াতে যান দেবর ৫৩ বছরে দেশের শাসকরা মানুষকে শান্তি দিতে পারেনি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডায়েরি কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

মাহফুজ কিশোর:
  • প্রকাশিত: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার পড়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১ সালের বার্ষিক ডায়েরিতে বিশ্ববিদ্যালয়ে কাজ করা শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নাম লিপিবদ্ধ করার ব্যাপারে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে ডায়েরি কমিটির বিরুদ্ধে।তবে কমিটি প্রধান এসব অভিযোগ অস্বীকার করে সবকিছু কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হয়েছে বলে দাবি করেছেন।জানা যায়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ডায়েরি প্রকাশিত হয়।

যা গত জুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হয়।এতে দেখা যায়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন,প্রযুক্তি বিষয়ক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি,সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ অন্য অনেক সংগঠনের নাম ডায়েরিতে অন্তভূক্ত করা হয়নি। আবার যেসব সংগঠনের নাম এসেছে তাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

ডায়েরি কমিটির এমন আচরণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের সভাপতি সজীব দাশ বাঁধন বলেন,এতদিন যাবত আমাদের সংগঠনের নাম,সভাপতির নামসহ ডায়েরিতে আসতো।কিন্তু এবার কেন প্রশাসন অযৌক্তিক কারণ দেখিয়ে বাদ দিলো তা বুঝতেছি না।এটা আমাদের জন্য খুবই অসম্মানজনক।ক্যাম্পাসের প্রথম সারির একটা সংগঠন হওয়ার পরও ডায়েরিতে আমাদের নাম আসে নাই।

আমাদের প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যার প্রক্টর স্যার সবাই আসতেন,তারপরও কেন বাদ দেয়া হলো আমি বুঝতে পারছি না।বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আইটি সহায়তা দিয়েও নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করে আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বলেন,বিশ্ববিদ্যালয়ের একমাত্র আইটি বিষয়ক সংগঠন আইটি সোসাইটি ২০১৬ সালে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের আইটি বিষয়ে যেকোনো সমস্যায় সহযোগিতা করে আসছে।

প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৩ বার আবেদন করার পর এখনও বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে নাম নেই আমাদের।অথচ আমাদের পরে প্রতিষ্ঠিত হয়েও অনেক সংগঠনের নাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে চলে এসেছে।বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে আইটি সোসাইটির নাম না থাকার বিষয়টি খুবই দুঃখজনক।

এছাড়াও ডায়েরিতে যেসব সংগঠনের নাম এসেছে তাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।কোনো সংগঠনের সভাপতি-সম্পাদকের নাম সহ বিস্তারিত না দিলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পুরো কমিটির নাম,নাম্বার ও ইমেইল প্রকাশ করেছে ডায়েরি মুদ্রণ কমিটি।যদিও বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকের আলাদা লিস্ট রয়েছে ডায়েরিতে।

এতে ডায়েরি কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠে ও ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়।ডায়েরির এসব বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ডায়েরি কমিটির আহ্বায়ক ও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন,ডায়েরিতে যেসব সংগঠনের বিস্তারিত কমিটি এসেছে সেগুলো পূর্বেও ছিল।

সংগঠনের নিবন্ধন নিয়ে বর্তমানের মতো পূর্বেও ঝামেলা ছিল।এখানে ডায়েরি কমিটির কিছুই করার নাই।আমরা স্বচ্ছতা রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তথ্য চেয়েছি।কর্তৃপক্ষ একটি কমিটি করেছে।সেই কমিটি একটি তালিকা দিয়েছে।সেই অনুযায়ীই আমরা ডায়েরি প্রিন্ট করি।এরপরও যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে পারেন।

উল্লেখ্য,রেজিস্ট্রার দপ্তর ডায়েরি কমিটির কাছে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলোর তালিকা প্রদান করেছিল বলে জানা গেছে।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন,যে সংগঠনগুলো অনুমোদিত শুধু তাদের নামই ডায়েরিতে দেওয়া হয়েছে।এর বাইরে আমি কিছু বলতে পারবো না।

শিক্ষার্থীদের একটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নাম আসলেও অন্যান্য সংগঠনের প্রধানদের পর্যন্ত নাম কেন আসেনি তা জানতে চাইলে তিনি বলেন, আমি ডায়েরিতে ওইভাবে যুক্ত ছিলাম না।এখন এটা তারা কীভাবে করেছে তা আমি জানি না।এভাবে আগামীতে আর করা হবে না।ঢালাওভাবে আর থাকবে না।সামনে থেকে সভাপতি-সম্পাদকের নাম থাকবে।এবার করোনা সমস্যার কারণে হয়তো এরকম হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD