নিরাপত্তা, অপরাধ ও দুর্ঘটনা প্রতিরোধ করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথমবার বসছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এরই মধ্যে ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। উপজেলা পরিষদ, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিসসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের অর্থায়নে সর্বসাধারনের নিরাপত্তার লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সিসি ক্যামেরা গুলো সার্বক্ষনিক মনিটরিং করবে কটিয়াদী মডেল থানা পুলিশ।
পৌর শহরের স্থানীয় বাসিন্দা সজীব সাহা মিশু বলেন, সিসি ক্যামেরা স্থাপনে আমাদের বাজার আগের চেয়েও নিরাপদ থাকবে। এখন চুরি, ছিনতাই অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করি। কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ গোলাম মস্তোফা জানান, দীর্ঘদিন ধরেই কটিয়াদী বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি জানাচ্ছিল ব্যবসায়ীরা। এরপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ আমাদের দাবি বাস্তবায়ন করেন। সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাক্সিক্ষত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুজে বের করতে পারবে। ক্যামেরা স্থাপনের কাজে নিয়োজিত মিম ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম বলেন বলেন, পৌর সদরে প্রথম ধাপে ১৩টি স্থানে ২০টি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।