ঘড়িতে তখন রাত ১১ঃ৩০ মিঃ। বিয়ের যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে। তোড়জোড় চলছে মেয়েকে বরের বাড়িতে উঠিয়ে নিয়ে যাবার। এমন সময়ে জমের মত বিয়ে বাড়িতে হানা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ। মুহূর্তেই বদলে যায় বিয়ে বাড়ির চিত্র।
এমন একটি চাঞ্চল্যকর বাল্য বিয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কচুয়া গ্রামে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
স্থানীসুত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের মেয়ে জান্নাতীর (১৪) সঙ্গে একই উপজেলা নিনগ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ বল্টু মিয়া (২৪) এর বিয়ে আয়োজন করা হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, বাল্য বিয়ের আয়োজন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, বিয়ে বাড়িতে উপস্থিত হলে তথ্যের সত্যতা মেলে। কিন্তু উপস্থিত হবার পূর্বেই বিয়ে সম্পূর্ণ হয়।
বাল্যবিবাহ সম্পূর্ণ হওয়ায় বরের পিতা মোঃ সেকেন্দার আলীকে আট হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বরের বাবা ও মেয়ের বাবার কাছ থেকে মুসলেকা গ্রহন করা হয় এবং মেয়েকে বাবার বাড়িতে থাকার নিদের্শনা দেওয়া হয়।