1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মুন্সীগঞ্জে প্রাইভেটকার সহ আটক ৩ ছিনতাইকারী
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে প্রাইভেটকার সহ আটক ৩ ছিনতাইকারী

আবু সাঈদ দেওয়ান সৌরভ:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার পড়েছে
মুন্সীগঞ্জে প্রাইভেটকার সহ আটক ৩ ছিনতাইকারী

মুন্সীগঞ্জে প্রাইভেটকার সহ মো. সুজন (২০), মো. শান্ত (২১), মো. শুভ (২০) নামে ৩ জন ছিনতাইকারী কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। ৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। শুক্রবার সকালে প্রেস কনফারেন্স এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন।

তথ্য সুত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বুধবার রাত অনুমানিক পৌনে ১০টার সময় ভবেরচর বাসষ্ট্যান্ড থেকে ব্যবসায়ী মো. রুহুল আমিন অটো-রিকশা করে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিজ বাড়ী পুরান বাউশিয়া গ্রামে যাওয়ার পথে হারুন শিকদার এর গরুর ফার্মের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা গতিরোধ করে ও মো. রুহুল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিনের নেতৃত্বে টহলরত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ মো. সুজন (২০), মো. শান্ত (২১), মো. শুভ (২০) নামে ৩ জনকে আটক করে গজারিয়া থানা পুলিশ।

প্রেস কনফারেন্সের তথ্য সুত্রে আরো জানা যায়, আটক আসামীরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

উল্লেখ্য, আটকৃতরা আসামীরা হলো, কুমিল্লা জেলার হোমনা থানার আসাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সুজন (২০), গজারিয়া উপজেলার নতুন চর চাষী গ্রামের পারভেজ মিয়ার ছেলে মো. শান্ত (২১), একই উপজেলার লক্ষীপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. শুভ (২০)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD