1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

মোনায়েম খান :
  • প্রকাশিত: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৫৬১ বার পড়েছে
মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী
মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার সন্ধ্যায় পৌর পাবলিক হল মিলনায়তনে মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।রেলমন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি এতে প্রধান অতিথিহিসেবে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা উৎসবে মূখ্য আলোচক হিসেবে জুমে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল চৌধুরী।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক সাইফুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম,একাত্তর টিভির নির্বাহী পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা আসনের (৩১৭ ঢাকা- ১৭) এমপি হাবিবা রহমান শেফালী,নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,নেত্রকোনা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান,জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নূর খান মিঠু,মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি মোহনগঞ্জে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

এ উপলক্ষে মোহনগঞ্জ রেল স্টেশন প্লাটফরমে আয়োজিত সমাবেশে স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন,আমাদের ইঞ্জিন আছে,বিদেশ থেকে কোচ আসলেই মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে।মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ নতুন রেল লাইন তৈরী করা হবে।আওয়ামী লীগের ভিত্তি ও শক্তি হলো এ দেশের জনগন।জনগণের ভাগ্যের উন্নয়নের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD